নয়াদিল্লি: মশার হাত থেকে পরিত্রাণ পেতে সুপ্রিম কোর্টে! ধনেশ লেশধন নামে জনৈক ব্যক্তি পিটিশন দিয়ে শীর্ষ আদালতের কাছে দেশব্যাপী মশা ধ্বংস করার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন।

তবে এমন অদ্ভূত আবেদন শুনে নিজেদের অসহায়তা প্রকাশ করে বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তা পিটিশনারকে বলেছেন, আপনি যেটা আমাদের করতে বলছেন, সেটা শুধু ভগবানই করতে পারে। আমরা ভগবান নই, তাই ভগবান যা পারে, তা আমাদের করতে বলবেন না।

ধনেশের পিটিশন খারিজ করে বেঞ্চ বলে, আমরা বাড়ি বাড়ি গিয়ে বলতে পারি না, মশা বা মাছি থাকলে মেরে ফেলুন!

ধনেশ 'মশাবাহিত রোগ ছড়ানো মশককূল ধ্বংস করার জন্য সার্বিক গাইডলাইন বেঁধে দেওয়ার' আবেদন করেছিলেন। তবে বেঞ্চ বলেছে, আমাদের মনে হয় না, কোনও আদালত দেশ থেকে মশার বংশ নির্মূল করতে এমন কোনও নির্দেশ দিতে পারে।

পিটিশনার বলেন, ২০১৫ সালে একই ধরনের আর্জি বাতিল করে দিয়েছিল সর্বোচ্চ আদালত, তবে পরবর্তীকালে দিল্লিতে ডেঙ্গু, মশামাছিবাহিত রোগ ছড়ানোয় নিজে থেকেই বিষয়টিতে গুরুত্ব দিয়েছিল।
ধনেশ আরও বলেন, মশামাছির ছড়ানো রোগে মৃত্যুর দায় সরকারি কর্তৃপক্ষকেই নিতে হবে।