নয়াদিল্লি: ভোটের মুখে পঞ্জাবে কংগ্রেস শিবিরে উদ্দীপনা। দলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। কৌর ছাড়াও কংগ্রেসে যোগ দিয়েছেন অকালি দলের বিধায়ক পরগত সিংহ। তিনি অলিম্পিকে ভারতীয় হকি দলে খেলেছেন। এআইসিসি-র হেডকোয়ার্টারের পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিংহের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন কৌর।

তবে ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু কংগ্রেসে যোগদানের বিষয়ে খোলসা করে কিছু বলেননি। মুখে কুলুপ তাঁর অনুগামীদেরও। সিধুও স্ত্রীর দেখানো পথেই হাঁটবেন কিনা, সেই প্রশ্ন করা হলে কৌর বলেন, আমরা দুই দেহে একই আত্মা। তাই দেহ কী করে আত্মাকে ছাড়া থাকতে পারে? তাঁকেও আত্মার পিছু নিতেই হবে।

এই একই প্রশ্ন অমরিন্দরকে করা হলে তিনি বলেন, সিধু এখন মুম্বইয়ে রয়েছেন। তিনি ফিরে এলেই এ নিয়ে আলোচনা হবে। তাঁর স্ত্রী কংগ্রেসে যোগ দিয়েছেন, আমি নিশ্চিত, তিনিও সেই পথেই হাঁটবেন। শীঘ্রই কংগ্রেসে যোগ দেবেন সিধু। নভজ্যোত কৌর এবং পরগত সিংহকে দলে স্বাগত জানিয়েছেন তিনি।

সামনে পঞ্জাব বিধানসভা ভোটে তাঁরা প্রার্থী হবেন কি না, সেই প্রশ্ন করলে কৌর ও পরগত জানান, নিঃশর্তভাবে দলে যোগ দিয়েছেন তাঁরা। এ ব্যাপারে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দুজনেই লড়ার জন্য প্রস্তুত। তবে দল যা ঠিক করবে, তা-ই হবে।