ডু্ণ্ডীগল (তেলেঙ্গানা): কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ঘটা উচিত নয়। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেনা চিন্তিত, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তেলেঙ্গানার ডু্ণ্ডীগলে সেনা প্রধান বিপিন রাওয়াত এ কথা বললেন।




ডুণ্ডীগলের এয়ারফোর্স অ্যাকাডেমির পাসিং আউট প্যারাডে এসেছিলেন সেনা প্রধান। তিনি বলেন, কাশ্মীরে যুবসমাজকে ভুল পথে টানার চেষ্টা চলছে, কেউ কেউ সেই ফাঁদে পা দিচ্ছে। এ জন্যই যুবকরা নিরাপত্তারক্ষীর ওপর পাথর ছুঁড়ছে। কিন্তু বিশ্বাস রয়েছে, তারা একদিন ঠিকই বুঝবে, কোন পথ ঠিক আর কোনটা ভুল।

সেনা প্রধান জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি এখনও অশান্ত তবে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে, উদ্বেগের কারণ নেই। নিরাপত্তা বাহিনী কাশ্মীরে যথেষ্ট ভাল কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তাঁর কথায়, কাশ্মীর পরিস্থিতি যেমন দেখানো হচ্ছে আসলে তেমন নয়। নিরাপত্তাবাহিনী সহ সকলে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে।

গতকালই অনন্তনাগ জেলায় লস্কর ই তৈবা জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন ৬ পুলিশকর্মী। রাজধানী শ্রীনগর থেকে ৬৫ কিলোমিটারের মত দূরে ঘটেছে এই ঘটনা।