ট্যুইটারে নির্মলা লিখেছেন, 'নট ইন মাই নেম'-এ বাছবিচার করে প্রতিবাদ চলছে। গণপিটুনি তো অন্যত্রও হচ্ছে। কেরলে আদর্শগত কারণে পিটিয়ে মারা হচ্ছে, পশ্চিমবঙ্গেও চলছে গণপিটুনি। কাশ্মীরী পন্ডিতদের মারধর করে কাশ্মীরের বাইরে বের করে দেওয়া হয়েছে। আমি চাই, কেরল, পশ্চিমবঙ্গের গণপিটুনি, জম্মু ও কাশ্মীরের ঘটনাবলীর বিরুদ্ধেও 'নট ইন মাই নেম' প্রতিবাদ হোক। প্রতিটি ক্ষেত্রে নীতি একই হওয়া উচিত।
তিনিও বলেছেন, উদ্দেশ্যে যা-ই থাক, কখনই আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়।
প্রতিবাদীদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, যেখানেই মানুষের জীবনের ওপর আক্রমণ চলছে, আমাদের নিন্দা, আপত্তি করার ক্ষেত্রে বাছবিচার করা উচিত নয়।
সম্প্রতি মথুরাগামী ট্রেনে জুনেইদ নামে ১৭ বছরের কিশোরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগে গত বুধবার দেশের একাধিক শহরে 'নট ইন মাই নেম' প্রতিবাদ হয়।
প্রতিবাদে কি বাছবিচার চলছে? এ ব্যাপারে আপনাদের মতামত জানান নীচের কমেন্টস বক্সে