কেন ভরাডুবি? আপ কর্মীদের খোলা চিঠিতে দুটি কারণ উল্লেখ কেজরিবালের

যে ‘দুর্নীতি-মুক্ত অভিযান’- এর জেরে সাড়ে ৬ বছর আগে তাঁর দল আত্মপ্রকাশ করেছিল, তা থেকে দিল্লি সরকার একচুলও সরেনি বলেও দাবি করেন কেজরিবাল। বলেন, আমার ও আমার মন্ত্রীদের পিছনে সব সরকারি এজেন্সিকে লাগানো সত্ত্বেও ওরা একটা ‘নয়া পয়সা’র দুর্নীতিও খুঁজে পায়নি। আমাদের ২০ বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা আদালতে খারিজ হয়েছে।

Continues below advertisement
নয়াদিল্লি: দলীয় কর্মীদের বার্তা দিয়ে সদ্য হওয়া লোকসভা নির্বাচনে দলের ব্যাপক ভরাডুবির কারণ চিহ্নিত করে অরবিন্দ কেজরিবাল বললেন, কেন মানুষ তাদের ভোট দেবেন, সেটা বোঝাতে পারেনি আমআদমি পার্টি (আপ)। এবার ৪০টির বেশি লোকসভা আসনে লড়ে মাত্র একটি জিতেছে তারা। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই হেরেছেন আপ প্রার্থীরা। দলীয় কর্মীদের লেখা খোলা চিঠিতে আপ সভাপতি তথা দিল্লির মুখ্যমন্ত্রী তাঁদের ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাঁরা দুর্দান্ত প্রচার করেছেন, যা দেশের সবচেয়ে সেরা প্রচারগুলির অন্যতম বলা যায়। যদিও ভোটের ফল আমাদের প্রত্যাশা মতো হয়নি। নির্বাচন-পরবর্তী বিশ্লেষণে দুটি বড় কারণ বেরিয়ে এসেছে। প্রথমটি হল, সারা দেশে বিদ্যমান আবহাওয়া দিল্লিতেও ছায়া ফেলেছে। দ্বিতীয়ত, মানুষ এই ‘বিরাট নির্বাচন’কে মোদি ও রাহুলের লড়াই হিসাবে বিবেচনা করে সেইমতো ভোট দিয়েছেন। কারণ যা-ই হোক না কেন, আমরা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি, কেন এই বড় নির্বাচনে তাঁদের আমাদের ভোট দেওয়া উচিত। যদিও তাঁদের কাছে ইতিবাচক বলে ব্যাখ্যা করে তিনি বলেন, মানুষ কিন্তু আগ্রহের সঙ্গে আমাদের ভরসা দিচ্ছেন যে, দিল্লি বিধানসভার ছোট নির্বাচনে তাঁরা দিল্লিতে আমরা যে অবিশ্বাস্য কাজ করেছি, তার সমর্থনে ভোট দেবেন। যে ‘দুর্নীতি-মুক্ত অভিযান’- এর জেরে সাড়ে ৬ বছর আগে তাঁর দল আত্মপ্রকাশ করেছিল, তা থেকে দিল্লি সরকার একচুলও সরেনি বলেও দাবি করেন কেজরিবাল। বলেন, আমার ও আমার মন্ত্রীদের পিছনে সব সরকারি এজেন্সিকে লাগানো সত্ত্বেও ওরা একটা ‘নয়া পয়সা’র দুর্নীতিও খুঁজে পায়নি। আমাদের ২০ বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা আদালতে খারিজ হয়েছে। তাঁর সরকারের নানা সাফল্যের উল্লেখ করে কেজরিবাল বলেন, আগামী বছরের গোড়ায় নির্ধারিত বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের লাগাতার সমর্থন, দায়বদ্ধতা অব্যাহত থাকবে বলে আশাবাদী তিনি।
Continues below advertisement
Sponsored Links by Taboola