নয়াদিল্লি: 'তোমার নিরপরাধ আত্মা শান্তি পাক, আমরা মানুষেরা তোমার কাছে হেরে গেলাম'। 'শক্তিমান'-এর মৃত্যুতে শোক প্রকাশ বিরাট কোহলির।
টুইটারে 'শক্তিমান'-এর মৃত্যুতে শোক জানিয়েছেন বিরাট। তিনি লিখেছেন,


প্রসঙ্গত, একটি বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ ঘোড়া শক্তিমানের পা মেরে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে উত্তরাখন্ডের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এরপর অনেকভাবে শক্তিমানকে বাঁচানোর চেষ্টা করা হয়। বিদেশ থেকেও আরও উন্নত মানের কৃত্রিম পা আনিয়ে লাগানো হয়। শক্তিমানের জন্য সমস্ত উন্নত মানের চিকিত্সার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। কিন্তু এসব কিছুই আর কাজে লাগল না। সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেল শক্তিমান।

শক্তিমানের কৃত্রিম পা প্রতিস্থাপন করেছিলেন মুম্বইয়ের চিকিতসক ফেরোজ খামবাট্টা। তিনি বলেন, শক্তিমানের মৃত্যুতে আমরা সবাই খুব দুঃখিত। এটা প্রত্যাশিত ছিল না। দ্রুত সেরে উঠছিল সে। হাঁটতেও পারছিল। চিকিতসার শেষ ধাপে মৃত্যু হয়েছে তার।

শক্তিমানের জখম হওয়ার ঘটনায় আগেই ক্ষুব্ধ হয়েছিলেন বিরাট। ঘোড়াটিকে নির্মম প্রহারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইটারে বিরাট লিখেছিলেন, একটি টগবগে, নিরীহ পশুর ওপর বিনা প্ররোচনায় এমন হামলায় আমি হতবাক, স্তব্ধ, ক্ষুব্ধ। এর চেয়ে কাপুরুষোচিত কাজ আর কিছু হতে পারে না।