নয়াদিল্লি: সীমান্তে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। পাকিস্তানকে এমনই কড়া বার্তা দিল ভারত।
সোমবার ভোররাতে পাক সেনার গোলায় এক ভারতীয় জওয়ান ও এক কিশোরীর মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরই, দুদেশের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও)-দের মধ্যে ফোনে কথোপকথনে হয়। সেখানে পাক সেনাকে জানিয়ে দেওয়া হয়, ভারতেরও প্রত্যাঘাতের অধিকার রয়েছে।
এদিন ভারতীয় সেনার ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট পাক সেনাকে স্মরণ কয়িয়ে দেন, নিয়ন্ত্রণরেখায় ভারত বরাবর শান্তি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আনন্দ জানান, পাক সেনাকর্তাকে ভট্ট বলেছেন, ভারত নিষ্ঠার সঙ্গে নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখছে। কিন্তু, ওপর প্রান্ত থেকেও একই প্রকার চেষ্টা করা উচিত।
জানা গিয়েছে, পাকিস্তানের হয়ে এই কথোপকথনে অংশ নেন সেদেশের ডিজিএমও মেজর জেনারেল সাহির শামসেদ মির্জা। তিনি অভিযোগ করেন, গত সপ্তাহে কুপওয়ারা জেলার কেরন সেক্টরে ভারতের হামলায় চার পাক সেনার মৃত্যু হয়েছে। এছাড়া, আতমুকাম সেক্টরে এক পাক-অধিকৃত কাশ্মীরের নাগরিকের মৃত্যু হয়েছে।
সেনা মুখপাত্র জানান, দুই ডিজিএমও-র এদিনের হটলাইন কথোপকথন প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল। সেখানে ভারতীয় ডিজিএমও সাফ জানিয়ে দেন, সীমান্ত তথা নিয়ন্ত্রণরেখায় যা সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ হয়েছে, তা শুরু করেছে পাক সেনা। ভারত কেবল তার জবাব দিয়েছে। পাকিস্তানকে ভারত স্মরণ করিয়ে দেয়, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে কীভাবে নিয়ন্ত্রণরেখায় বারবার সংঘর্ষবিরতি ভঙ্গ করেছে পাক সেনা।