অমৃতসর: সরতাজ আজিজের ক্ষোভ, অসন্তোষ খারিজ নয়াদিল্লির। অমৃতসরে হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে আসা সরতাজের গতিবিধির ওপর বিধিনিষেধ চাপানো হয়েছিল, তাঁকে মিডিয়ার সঙ্গে পর্যন্ত কথা বলতে দেওয়া হয়নি বলে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে ভারত আজ জানিয়ে দিল, সৌজন্য দেখিয়ে আয়োজক দেশ হিসাবে বরং সরতাজের সম্মেলনে যোগ দেওয়ার যাবতীয় ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
একটি সূত্রের বক্তব্য, অমৃতসর দিয়ে এ দেশে পাকিস্তানিদের ঢোকা, বেরনোর নিয়ম নেই। কিন্তু সরতাজের বিমানের আসা, যাওয়ার সুযোগ করে দিতে তার ব্যতিক্রম ঘটানো হয়। তাছাড়া বিশেষ ফ্লাইটে সরতাজের আসার সময় শেষ মূহূর্তে বদল হওয়ায় দ্রুত ছাড়পত্রের ব্যবস্থাও করা হয়।
গতকাল রাতে ইসলামাবাদ ফিরেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ভারতের প্রতি ক্ষোভ উগরে দিয়ে সরতাজ দাবি করেন, হার্ট অব এশিয়া সম্মেলন কভার করতে যাওয়া পাক মিডিয়ার সঙ্গে ভাল ব্যবহার করা হয়নি। বলেন, আমি নিজের দেশের মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি পাইনি।
সরতাজকে স্বর্ণমন্দির দর্শনে যেতে, যে হোটেলে তিনি ছিলেন, সেখানে পাক মিডিয়ার সঙ্গে কথা বলতেও দেওয়া হয়নি, গতকালই অভিযোগ করে পাকিস্তান। যদিও ভারতের দাবি, নিরাপত্তার কথা মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়নি সরতাজকে।
ভারতীয় সূত্রের বক্তব্য, ওদের অনুযোগ করার কোনও কারণই থাকতে পারে না। আমরা আয়োজক হিসাবে বরং উদারতা দেখিয়েছি। টারম্যাক ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে, বাড়তি ঘরের বন্দোবস্ত হয়েছে, বিশেষ নিরাপত্তা হিসাবে সুরক্ষা বলয়ে ঢাকা সাঁজোয়া গাড়ি দেওয়া হয়েছে (যা সব দেশের বিদেশমন্ত্রীদের দেওয়া হয় না), আরও নানা সুবিধা ছিল। শেষ প্রহরে সময়সূচির বদল হওয়ায় ওনার সফর ১২ ঘণ্টার বেশি সময় এগিয়ে এলেও এত সব করতে হয়েছে। কয়েক মিনিটের মধ্যে বিমান নামার ছাড়পত্র দেওয়া হয়েছে। সেজন্যই সরতাজ ৩ অক্টোবর সন্ধ্যায় সম্মেলনের আনুষ্ঠানিক ডিনারে থাকতে, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেয়েছিলেন।