পহলগাম(জম্মু ও কাশ্মীর): মাথায় গেরুয়া কাপড়ের ফট্টি। মুখে প্রার্থনার যপ। হামলার পরের দিন এক অমরনাথ পূণ্যার্থী জানালেন, হাজার হামলা হলেও, তিনি বারবার ফিরে আসবেন।


মধ্যপ্রদেশ থেকে আরও চারজনের সঙ্গে এসেছেন ওই ভক্ত। তিনি জানান, হামলা সত্ত্বেও তিনি অমরনাথের দিকে এগিয়ে চলেছেন। বললেন, ভোলানাথের আশীর্বাদ থাকলে পরের বছরও আসব। জানা গেল, হামলার ১০-ঘণ্টার মধ্যেই, এদিন সকালেই ওই দলটি নুনওয়ান বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে। ২ দিনের ট্রেক, তারপর তাঁরা পৌঁছবেন লক্ষ্যে।


দলের এক সদস্য গতকালের হামলায় হতাহতদের জন্য শোকপ্রকাশ করে বলেন, সবই ঈশ্বরের হাতে। আরেক সদস্য মনে করেন, জঙ্গিদের হারানোর সবথেকে সহজ উপায় হল এই রাজ্যে বারবার ফিরে আসা। তিনি যোগ করেন, এখানকার মানুষ ভাল, কিন্তু জঙ্গিরা আত্মঘাতী অভিযান চালায়। তাদের আটকানো কার্যত অসম্ভব।