নয়াদিল্লি: নাথুরাম গডসেকে দেশভক্ত আখ্যা দিয়ে মহাত্মা গাঁধীর অবমাননা করেছেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। এই মর্মে তাঁর বিরুদ্ধে সেন্সর প্রস্তাবের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন ৫০ জন সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, দয়ানিধি মারান, মনিকা ঠাকুর, এন কে প্রেমচন্দ্রন। তবে স্পিকার জানিয়েছেন, সাধ্বী প্রজ্ঞার মন্তব্য রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে। ফলে এ প্রসঙ্গে বিতর্কের অবকাশ নেই।


এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করে কংগ্রেস সাংসদ শশী তারুর বলেছেন, ‘বিজেপি তাঁকে (সাধ্বী প্রজ্ঞা) লোকসভা নির্বাচনে প্রার্থী করে সংসদে নিয়ে এসেছে। তাঁকে সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে না দিলে কী হবে? ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁকে সংসদে বসতে দেওয়া উচিত নয়। আমরা সেন্সর প্রস্তাব পেশ করার দাবি জানাব।’