গুজরাতের উন্নয়নের মডেল নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর তোপ, ‘গুজরাত জানে নরেন্দ্র মোদীর গুজরাত মডেল ব্যর্থ হয়েছে। গুজরাতের উন্নয়নের কী হল? এটা কেন পাগল হয়ে গেল? মিথ্যা কথা শুনতে শুনতে গুজরাতের উন্নয়ন পাগল হয়ে গিয়েছে।’ গুজরাতের মানুষের উদ্দেশে রাহুলের বার্তা, ‘কংগ্রেস যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সরকার হিসেবে কাজ করবে। আপনাদের সঙ্গে কথা বলেই ছোটখাটো সিদ্ধান্তও নেওয়া হবে। কংগ্রেস কোনও কাজ করার আগে মানুষের মতামত নেয়। কিন্তু গত ২২ বছর ধরে গুজরাতে কেউ মানুষের কথা শুনছে না।’ জিএসটি নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘জিএসটি-র কথা ভেবেছিল কংগ্রেস। আমাদের মনে হয়েছিল, সারা দেশে একটাই কর চালু হওয়া উচিত। আমরা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, কী করা উচিত। আপনারা বলেছিলেন, ১৮ শতাংশের বেশি কর ধার্য করা উচিত নয়। আমরা সেটাই করেছিলাম। কিন্তু নরেন্দ্র মোদী কারও কথা না শুনেই রাত বারোটায় জিএসটি চালু করে দিলেন। আমরা চার-পাঁচ ধরনের করের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম, ১৮ শতাংশের বেশি কর ধার্য করা হলে ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাবেন। কিন্তু বিজেপি কারও কথা শোনেনি।’ নোট বাতিল, বেকারত্ব বৃদ্ধি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন রাহুল। আপনার মনের কথা শুনতে চাই, গুজরাতে গিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 09 Oct 2017 02:00 PM (IST)
খেড়া: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ দ্বিতীয় পর্যায়ের নবসর্জন যাত্রা শুরু করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণের মধ্যে দিয়ে গুজরাত সফর শুরু করেছেন তিনি। মোদীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, ‘আমরা আপনাকে আমাদের মনের কথা বলব না, আপনার মনের কথা শুনব।’ ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার পর বিজেপি সভাপতি অমিত শাহের পুত্র জয়ের সংস্থার আয় ১৬ হাজার গুণ বৃদ্ধি পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ট্যুইট করে মোদীকে খোঁচা দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘মোদী জি, জয় শাহ বেশি খেয়ে ফেলেছে। আপনি চৌকিদার ছিলেন না ভাগ পেয়েছেন?’