আমদাবাদ: গুজরাত বিধানসভার ফলাফল পর্যালোচনা করার প্রক্রিয়ায় নেমে 'আত্মসমীক্ষা বৈঠক' রাহুল গাঁধীর। জয়, পরাজয়ের কারণ বিশ্লেষণ করে কংগ্রেস সভাপতি বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দেওয়ায় গুজরাতের দলীয় নেতা-কর্মীদের প্রশংসা করেন, অভিনন্দন জানান তিনি। বলেন, আপনারা দারুণ লড়েছেন। আমরা বিজেপিকে 'ঘেরাও করতে' পেরেছি। ওরা আমাদের প্রশ্নের জবাব দিতে পারেনি। শেষ পর্যন্ত মোদীজী শুধু নিজের কথাই বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে টেনে এনেছেন। কিন্তু উন্নয়ন আর মোদী মডেল নিয়ে আগের যাবতীয় দাবি খারিজ করে দিয়েছেন কংগ্রেস কর্মীরা, গুজরাতের মানুষ। গোটা দেশ জানতে চাইছে, কী হল গুজরাত মডেলের। মোদীজী আগামী দিনে এ নিয়ে আর কিছুই বলতে পারবেন না। তিন-চার মাস আগে আমরা জিতব কিনা, দূরের কথা, লোকে প্রশ্ন করতেন, কংগ্রেস ভোটে লড়তে পারবে কিনা। গুজরাত কংগ্রেস গোটা দেশকে দেখাল, আদর্শের ভিতের ওপর দাঁড়িয়ে এক হয়ে লড়লে পরাজয় হয় না।
রাহুল বলেন, গুজরাত কংগ্রেস যদি ভোটে জিততে পারবে বলে বিশ্বাস করে, তবে জিতবেই। আপনাদের ৭০ শতাংশই এটা বিশ্বাস করেছেন। আমরা ফল দেখলাম। গুজরাতে কংগ্রেস ভোটে জিততে পারে, এখন জেনে রাখুন। আপনাদের আশ্বস্ত করতে চাই, পরের গুজরাত ভোটে আমরা ১৩৫টা আসন জিতব। কিন্তু আপনারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। বিজেপির মোকাবিলা করবেন।
রাহুল আরও বলেন, আমরা ভোটে হারলেও জিতেছি। বাস্তব এটাই। আমরা জিতেছি কারণ বিজেপি ক্রোধকে অস্ত্র করে ভোটে লড়েছে। টাকা, প্রচারে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, শিল্পপতিরা, ওদের হাতে যাবতীয় সরঞ্জাম ছিল, কিন্তু সত্য ছিল আমাদের পক্ষে।
তবে গুজরাত ভোটে দলেরই কিছু লোক দলের স্বার্থবিরোধী কাজ করেছে বলে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত দেন রাহুল। বলেন, ৯০ শতাংশ লোকই জোট বেঁধে লড়েছে। কিন্তু ৫-১০ শতাংশ সাহায্য করেনি। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।