তিরুঅনন্তপুরম: কেরলের এক সরকারি স্কুলের প্রিন্সিপ্যাল সম্প্রতি তাঁর স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে এক নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশে সাম্প্রদায়িক গন্ধ রয়েছে বলে অভিযোগ । ওই প্রিন্সিপ্যাল তাঁর নির্দেশে বলেছেন, কোনও পড়ুয়া যদি স্কুলে টিপ বা তাবিজ পরে আসে, তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এই নির্দেশের প্রতিবাদে গর্জে উঠেছেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। তাঁরা মনে করেন, বর্তমান পটভূমিতে দাঁড়িয়ে এধরনের নির্দেশ অত্যন্ত নেতিবাচক।
যদিও অভিভাবকদের বিক্ষোভের মুখেও সিদ্ধান্তে অনড় ওই প্রিন্সিপ্যাল। অভিভাবকদের বক্তব্য, তাঁদের বাচ্চারা প্রথম বা দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। তাদের জন্যে এধরনের নির্দেশিকা অস্বস্তিকর। বাচ্চারা তো কিছুই বোঝে না। এই নিয়ে শিক্ষক-অভিভাবক বৈঠকেও পড়ুয়াদের বাবা-মায়েরা নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। অভিভাবকেরা মনে করেন, এধরনের নির্দেশিকার ফলে একজনের সংবিধান মেনে নিজের মত প্রকাশের অধিকারে ধাক্কা লাগে।
ঘটনা প্রসঙ্গে সমাজ সচেতকরা মনে করেন, প্রিন্সিপ্যাল তাঁর নিজের সিদ্ধান্ত কারও ওপর এভাবে চাপিয়ে দিতে পারেন না। এব্যাপারে স্কুলের অধ্যক্ষের বক্তব্য জানা যায়নি।
কেরলের এই স্কুলে কপালে টিপ, হাতে তাবিজ পরে এলে বের করে দেওয়ার নির্দেশ প্রিন্সিপ্যালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2018 04:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -