কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে আগামী সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামীকাল শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার পর্যন্ত তা অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে। সোম-মঙ্গলবার ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে আবার ঘুরে যাবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। এর জেরে মঙ্গলবার গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।


বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সোমবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।