নয়াদিল্লি: জলদস্যুদের রোখার জন্য চিনের সেনাবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় মহাসাগরে প্রবেশ করার পরিপ্রেক্ষিতে ট্যুইট করে চিনকে হুঁশিয়ারি দিল ভারতীয় নৌবাহিনী। ট্যুইটে বলা হয়েছে, ‘পারস্য উপসাগর থেকে শুরু করে উত্তর বঙ্গোপসাগর, দক্ষিণ ভারত মহাসাগর এবং আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর ৫০টি জাহাজ ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে। ভারতীয় নৌবাহিনী যে কোনও জায়গায় সবসময় আছে।’



ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর উপস্থিতি যথেষ্ট। চিনের মতোই ভারতীয় নৌবাহিনীও ভারত মহাসাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। চিনের সেনাবাহিনীও সেখানে জাহাজের সংখ্যা বাড়াচ্ছে। কৌশলগতভাবে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানে চিনের দাপট যাতে না বাড়ে, সেটা নিশ্চিত করতে চায় ভারতীয় নৌবাহিনী। সেই কারণেই চিনকে হুঁশিয়ারি দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।