রাজস্থানের রাজসামন্দে মহম্মদ আফরাজুল নামে ওই শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও সোস্যাল মিডিয়ায় ঘুরছে। স্থানীয় পুলিশ সুপার মনোজ কুমার এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন। ভিডিওতে তাকে আফরাজুলকে উদ্দেশ্য করে চিত্কার করতেও দেখা যাচ্ছে বলে জানিয়েছেন উদয়পুরের আইজি আনন্দ শ্রীবাস্তব। ঘটনার নিন্দা করে রাজস্থানের স্বরাষ্টমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া এর তদন্তভার সিট-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। রাজস্থানে মালদহের বাসিন্দাকে লাভ জেহাদের অভিযোগে পুড়িয়ে খুন: কী করে মানুষ এত অমানবিক হয়, নিন্দা-ট্যুইট মমতার
Web Desk, ABP Ananda | 07 Dec 2017 04:45 PM (IST)
কলকাতা: রাজস্থানে এ রাজ্যের মালদহের বাসিন্দা শ্রমিককে লাভ জেহাদের অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারার তীব্র নিন্দা করে ঘটনাটিকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, রাজস্থানে বাংলার এক শ্রমিকের জঘন্য হত্যাকাণ্ডের কঠোর নিন্দা করছি। কী করে মানুষ এমন অমানবিক হয়। দুঃখিত।