নয়াদিল্লি: নারদকাণ্ডে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসও দ্বারস্থ হবে শীর্ষ আদালতের। সূত্রের খবর, রাজ্যের হয়ে মামলা লড়তে পারেন প্রাক্তন সলিসিটর জেনারেল, বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম। অভিযুক্তপক্ষের হয়ে দাঁড়াতে পারেন কংগ্রেস নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মামলাকারীরাও।


অন্যদিকে, নারদকাণ্ডে টাকা নেওয়ার পাশাপাশি এবার টাকা দেওয়ার বিষয়টিও সিবিআইয়ের নজরে। সূত্রের খবর, টাকা নেওয়ার জন্য নেতা-মন্ত্রীদের ভূমিকা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পাশাপাশি, খতিয়ে দেখা হবে নারদ কর্ণধার ম্যাথ্যু স্যামুয়েলের ভূমিকাও। টাকা নেওয়ার জন্য কোনও প্রলোভন দেখানো হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা।