এলফিনস্টোনে প্রবল বৃষ্টির জন্যই পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু, দাবি পশ্চিম রেলের তদন্ত রিপোর্টে
Web Desk, ABP Ananda | 11 Oct 2017 03:19 PM (IST)
নয়াদিল্লি: মুম্বইয়ের এলফিনস্টোন সেতুতে গত ২৯ সেপ্টেম্বর পদপিষ্ট হয়ে ২৯ জনের মৃত্যুর জন্য প্রবল বৃষ্টিকেই দায়ী করল পশ্চিম রেলের তদন্ত কমিটি। আজ পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমারের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন মুখ্য নিরাপত্তা আধিকারিক। জখম ৩০ জন যাত্রীর বয়ান রেকর্ড করে এবং ওই দুর্ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। রিপোর্টে বলা হয়েছে, বৃষ্টির জন্য টিকিট কাউন্টারের বাইরে থাকা যাত্রীরা তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন। তাছাড়া ওই স্টেশনে অনবরত যাত্রীরা আসছিলেন। মালপত্র নিয়ে যাওয়া যাত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেন। এর ফলেই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে, কোনও প্রত্যক্ষদর্শীই বলেননি, সেতুতে শর্ট সার্কিটের ফলে হুড়োহুড়ি পড়ে যায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য ব্যস্ত সময়ে যাত্রীদের ভারী মালপত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা উচিত। মাল বিক্রেতারাও যাতে ব্যস্ত সময়ে ঝুড়ি বা অন্যান্য ভারী জিনিসপত্র না নিয়ে যেতে পারেন, তার ব্যবস্থাও করা উচিত। সিঁড়ি চওড়া করার জন্য টিকিট কাউন্টার অন্যত্র সরানো, আরও সিঁড়ি তৈরি, নিরাপত্তা আধিকারিকদের মধ্যে যোগাযোগের ব্যবস্থা দ্রুততর করাও সুপারিশ করা হয়েছে তদন্ত রিপোর্টে।