জম্মু: পাথরছোঁড়া বিশ্বাসঘাতকদের ওপর গুলি চালানো উচিত। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে এমনই মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন জম্মু ও কাশ্মীরের শিল্পমন্ত্রী তথা বিজেপি নেতা চন্দ্রপ্রকাশ গঙ্গা
একটি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে গঙ্গা বলেন, ওরা বিশ্বাসঘাতক। তা সে দেশেই থাকুক বা পাকিস্তান থেকে আসুক, ওদের পাল্টা গুলি করা উচিত। আর যদি গুলি না থাকে, তাহলে বেত মারতে হবে।
যারা পাথর ছুঁড়ছে, তাদের জুতোপেটা করার কথাও বলেন তিনি। গঙ্গার দাবি, এমন শাস্তি পেলেই পাথর ছোঁড়া বন্ধ হবে। তাঁর প্রশ্ন, কীসের ‘আজাদি’ চাইছে ওরা?
গঙ্গার এই মন্তব্য উপত্যকায় নতুন করে অশান্তির সৃষ্টি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এমন সময় তিনি এই মন্তব্য করলেন, যখন উপত্যকায় নতুন করে প্রাণহানি রুখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে যথাসম্ভব সংযত থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।
গঙ্গার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী ন্যাশনাল কনফারেন্স। তাদের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি নয়ের দশকের চেয়েও খারাপ। বিরোধীদের কটাক্ষ, এর থেকেই স্পষ্ট, রাজ্যে মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই।