নয়াদিল্লি: স্কুলের উঁচু ক্লাস বা কলেজে র‌্যাগিংয়ের শিকার হতে হয়নি, এমন ছাত্র বা ছাত্রী বোধহয় হাতে গোনা। তবে মন খারাপের কারণ নেই, র‌্যাগিংয়ের হাত এড়াতে পারেননি খোদ রাহুল গাঁধীও।
সংবাদমাধ্যমে প্রকাশ, কংগ্রেসের ‘শাহজাদা’-ও স্কুল লাইফে র‌্যাগড হয়েছিলেন। হাইস্কুলে ওঠার প্রথম দিকে রাহুলকে নাকি একদিন অন্য একটি ঘরে ডেকে নিয়ে যায় উঁচু ক্লাসের ছাত্ররা। টুলের ওপর তুলে দিয়ে ফরমাস করে, গান শোনা তো ভাই। রাহুল বলেছেন, সেই টুলের ওপর দাঁড়িয়ে দরদরিয়ে ঘামার স্মৃতি তাঁর এখনও অটুট আছে। গানের সঙ্গে কস্মিনকালে পরিচয় না থাকায় কয়েক সেকেন্ড স্থাণুর মত দাঁড়িয়েছিলেন তিনি। তারপর একজন চেঁচিয়ে ওঠে, আরে কিছু তো গা, ইয়ার! বিপদ থেকে বাঁচতে কোনওরকমে কোনও একটা কিছু গেয়ে ফেলেন রাহুল। তবে সেটা গান ছিল কিনা, তা তিনি আজও জানেন না। বুঝতে পারেনি তাঁর সিনিয়ররাও। গান গেয়ে টুল থেকে নামতেই একজন চেঁচিয়ে ওঠে, এটা গান নাকি, স্রেফ চিৎকার।
রাহুল জানিয়েছেন, সেই প্রথম এবং সম্ভবত সেটাই শেষ, জনসমক্ষে গেয়েছিলেন তিনি।