নয়াদিল্লি: আসন্ন মালয়ালম সিনেমা ওরু আদর লাভ-এর কলাকুশলী ও অভিনেত্রী প্রিয়া প্রকাশ  বেরিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সিনেমার টিম ও প্রিয়া তাঁদের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন। প্রিয়ার চোখের ইশারা সমন্বিত সিনেমার একটি গান ভাইরাল হয়ে গিয়েছিল। ওই গানে একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ জানিয়ে তেলঙ্গানা ও মহারাষ্ট্রে এফআইআর দায়ের করা হয়েছিল। হায়দরাবাদে প্রথম অভিযোগটি দায়ের করেছিলেন এক ছাত্র। তাঁর অভিযোগ ছিল, এই গানে পয়গম্বর মহম্মদের ভাবমূর্তি খাটো করে দেখানো হয়েছে। এজন্য তিনি সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় মহারাষ্ট্রে। এই দুই অভিযোগের ভিত্তিতে দায়ের এফআইআর সংক্রান্ত ফৌজদারি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে সিনেমার টিম ও প্রিয়া পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। আগামীকালই সম্ভবত এই পিটিশনের শুনানি হচে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে। উল্লেখ্য, প্রিয়া প্রকাশের চোখের ইশারায় মজেছে নেট-জগত।  ওরু আদর লাভ সিনেমার গানের দৃশ্যে তাঁর চোখের ইশারায় প্রেমের আদানপ্রদানের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। রাতারাতি দেশজুড়ে খ্যাতি শীর্ষে পৌঁছে দিয়েছে অষ্টাদশী প্রিয়া প্রকাশকে। এবার আগামী দিনগুলিতে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি। জানিয়েছেন, চলতি বছরের শেষের দিক পর্যন্ত নতুন কোনও সিনেমা করতে পারবেন না তিনি। ওরু আদর লাভ সিনেমার গানের দৃশ্য তাঁকে দেশজোড়া পরিচিতি এনে দিয়েছে। প্রিয়া তাঁর ইন্সটাগ্রাম পোস্ট মারফত্ জানিয়েছেন, আগস্ট পর্যন্ত নতুন কোনও ছবির কাজ করতে পারবেন না তিনি। কারণ,ওরু আদর লাভ সিনেমার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সিনেমার টিমের ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন প্রিয়া। তিনি লিখেছেন, দর্শকরা যে নতুন মুখ পছন্দ করছেন, তা দেখে খুব ভালো লাগছে।ওরু আদর লাভ এর একটা দৃষ্টান্ত। প্রিয়া বলেছেন, এই মুহূর্তে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেই তিনি অফার পাচ্ছেন। কিন্তু আগস্টের আগে নতুন কোনও কাজে হাত দিতে পারবেন না তিনি। ইন্সটাগ্রামে প্রিয়া জানিয়েছেন, ওরু আদর লাভ-এ একটা ছোট্ট দৃশ্যের জন্য তাঁকে নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেটাই প্রধান চরিত্র হয়ে উঠল। প্রিয়া লিখেছেন,  ফিল্মি দুনিয়ায় একেবারেই নতুন  আমি। অভিনয় সম্পর্কে ধারনা অনেক কম। ওরু আদর সিনেমার পরিচালক ওমর লুলু স্যর আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। যে দৃশ্যটি ভাইরাল হয়েছে তার কৃতিত্ব লুলু স্যরেরই।