লখনউ: উত্তরপ্রদেশের সীতাপুরে ইদানিং কালে রাস্তার কুকুর মারাত্মক বেড়ে গিয়েছে। রাস্তার কুকুরের হিংস্র আক্রমণের মুখে সম্প্রতি পড়ে প্রাণ গিয়েছে ছয় শিশুর, জখম বহু। বেসরকারি সূত্রে দাবি, গতবছর নভেম্বর থেকে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে কুকুরের কামড়ে। যদিও সরকারিভাবে দাবি করা হচ্ছে সংখ্যাটি ১২। এখন আর নিজেদের সন্তানকে বাইরেতো নয়ই, স্কুলে পর্যন্ত যেতে দিতে চাইছেন না প্রায় কুড়িটি গ্রামের মানুষ। কুড়ি কিমি এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তার কুকুরের ওপর নজর রাখতে এবার ড্রোন ও নাইট ভিশন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। আজ থেকেই নজরদারি চালানোর জন্যে ব্যবহার করা হবে এই দুটি বিশেষ পরিষেবার। এছাড়া, যে গ্রামগুলোতে কুকুর আতঙ্ক রয়েছে, সেখানে উত্তরপ্রদেশ পুলিশের মোবাইল গাড়িও চালানো হবে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে।
হিংস্র রাস্তার কুকুরের থেকে বাসিন্দাদের বাঁচাতে ড্রোন, নাইট ভিশন ব্যবহার উত্তরপ্রদেশ পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2018 07:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -