নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত আজ ১৭ দিনে পড়ল। পুরানো নোট বদল ও টাকা তুলতে ব্যাঙ্ক ও এটিএমগুলিতে এখনও ভিড় রয়েছে মানুষের। এরমধ্যেই প্রশ্ন উঠেছে ফেরত দেওয়া পুরানো নোটগুলি নিয়ে কী করবে রিজার্ভ ব্যাঙ্ক? এরইমধ্যে আন্তর্জাতিক বিসনেস নিউজ কোম্পানি ব্লুমবার্গ একটি রিপোর্ট সামনে এনেছে, যা চমকে দেওয়া মতো।
রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় তেইশশ কোটি বাতিল নোট জমা পড়তে পারে। এই নোটগুলির মূল্য প্রায় ১৪ লক্ষ কোটি টাকা ছিল। কিন্তু এখন সেগুলি কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। এই বিপুল পরিমান বাতিল নোট নষ্ট করা রিজার্ভ ব্যাঙ্কের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, যে বাতিল নোট জমা পড়বে তা বিছিয়ে চাঁদ পর্যন্ত যাওয়া-আসার রাস্তা পাঁচ বার তৈরি করা যেতে পারে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশ কিলোমিটার।
পুরানো নোটগুলি যদি একের ওপরে এক রাখা হয়, তাহলে তার উচ্চতা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও ছাপিয়ে যাবে। তা এভারেস্টের থেকে ৩০০ গুণ উঁচুতে পৌঁছে যাবে। এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার।একের ওপর এক রাখলে পুরানো নোটগুলির উচ্চতা হবে ২৬ লক্ষ ৫৪ হাজার মিটার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাতিল নোট বিছিয়ে হয়ে যাবে চাঁদ পর্যন্ত রাস্তা, উচ্চতা এভারেস্টের চেয়ে বেশি!
ABP Ananda, web desk
Updated at:
25 Nov 2016 11:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -