আমার ছেলে কী এমন অন্যায় করেছিল যে, এই পরিণতি! কাশ্মীরে বেড়াতে গিয়ে পাথরের ঘায়ে মৃত তামিলনাড়ুর যুবকের মায়ের প্রশ্ন
Web Desk, ABP Ananda
Updated at:
09 May 2018 05:39 PM (IST)
চেন্নাই: আমার ছেলে কী এমন অন্যায় করেছিল যে, এই পরিণতি হল! বললেন কাশ্মীরে বেড়াতে গিয়ে পাথরবাজদের হাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া তামিলনাড়ুর ২২ বছরের যুবক আর তিরুমানিসেলভমের মা। জম্মু ও কাশ্মীরে বাবা-মা, বোনের সঙ্গে ছুটি কাটাতে যাওয়াই কাল হল তিরুমানিসেলভমের। গত সোমবার শ্রীনগরের কাছেই নারওয়ালে মারমুখী জনতা তাণ্ডব চালায়। তাদের ছোঁড়া পাথরের ঘায়ে জখম তামিলনাড়ুর পর্যটক যুবকের স্থানীয় হাসপাতালে মৃত্যু হয় সেদিনই কয়েক ঘন্টা বাদে। গতকাল রাতে শ্রীনগর থেকে তাঁর নিথর দেহ এখানে তাঁর বাড়ি এসে পৌঁছতেই প্রতিবেশীদের ভিড় উপচে পড়ে। তাঁকে অশ্রুজলে চিরবিদায় জানান পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা। কান্নায় ভেঙে পড়ে তাঁর মা বারবার বলতে থাকেন, ও তো স্রেফ এক ট্যুরিস্ট ছিল। তবে কেমন এমন হল?
তিরুভাল্লাভুরের করিমেডু এলাকায় তিরুমানিসেলভমের অন্ত্যোষ্টি হয় তাঁর বাড়িতে। তাঁকে নিকটবর্তী সমাধিক্ষেত্রে চিরশায়িত করা হয়।
বেসরকারি সংস্থার কর্মী, বাণিজ্যে স্নাতক যুবককে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ পি বেনুগোপাল।
গতকাল রাতেই তামিলনাড়ুর সংস্কৃতি মন্ত্রী পি পান্ডিয়ান তাঁর বাবা রাজাভেলুর হাতে রাজ্য সরকারের তরফে ৩ লক্ষ টাকার সাহায্য চেক তুলে দেন।
রাজাভেলু জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত বন্দোবস্ত নেই বলে জানিয়ে সেখানে যাওয়া সব ট্যুরিস্টের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন।
তিরুমানিসেলভমের মর্মান্তিক পরিণতি সারা দেশে প্রতিবাদের ঝড় তুলেছে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমার মাথা লজ্জায় হেঁট হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -