দেশের জওয়ানদের বারবার সীমান্তে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বুলেটে রক্ত ঝরতে দেখে এই প্রথম নয়, আগেও গর্জে উঠেছেন তিনি। কিছুদিন আগেই শ্রীনগরে এক যুবকের এক সেনা জওয়ানকে নিগ্রহ, সেই জওয়ানের মুখ বুজে তা সহ্য করার ঘটনার ভিডিও দেখেও ট্যুইটারে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটার। লেখেন, এ মেনে নেওয়া যায় না। আমাদের সিআরপিএফ জওয়ানদের সঙ্গে এমন আচরণ চলতে পারে না। এই অপমান বন্ধ করতে হবে। বত্তমিজি হদ হ্যায়।
আজ সকালে ভোরের আলো ফুটতেই কুপওয়ারার পাঞ্জগামে সেনা ছাউনিতে এক অফিসার সহ তিন সেনাকর্মীর প্রাণ কেড়ে নেয় সন্ত্রাসবাদী বুলেট।