নয়াদিল্লি: বৃহস্পতিবার আরএসএস-এর অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করা নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমার যা বলার নাগপুরেই বলব। অনেক চিঠি, অনুরোধ ও ফোন পেয়েছি। তবে এখনও পর্যন্ত একটিরও জবাব দিইনি।’
আরএসএস-এর তৃতীয় বর্ষ বর্গের সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রিত প্রণব। জয়রাম রমেশ, রমেশ চেন্নিথালা, সি কে জাফর শরিফ সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা প্রাক্তন রাষ্ট্রপতিকে এই অনুষ্ঠানে না যাওয়ার অনুরোধ জানান। তবে আপত্তিতে কান না দিয়েই আরএসএস-এর অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রণব। তাঁর এই সিদ্ধান্তের কথা জানার পর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম অনুরোধ করেছেন, এই অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি যেন আরএসএস-এর আদর্শগত ত্রুটির কথা উল্লেখ করেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রণব কী বলেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিনের কংগ্রেস নেতা ছিলেন প্রণব। তবে অন্যান্য দলগুলির নেতা-নেত্রীদের সঙ্গে বরাবরই তাঁর ভাল সম্পর্ক। সেই ধারা বজায় রেখেই তিনি আরএসএস-এর অনুষ্ঠানে যাচ্ছেন।
আরএসএস-এর আদর্শগত ত্রুটি তুলে ধরার আর্জি চিদম্বরমের, যা বলার নাগপুরে বলব, জানালেন প্রণব
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 06:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -