ট্রেন্ডিং

'রাত আড়াইটের সময় মুনিরের ফোন...ভারত একেবারে ভেতরে ঢুকে...' নূর খানে ভারতের প্রত্যাঘাতের কথা মানলেন শরিফ

‘মৃত্যুকূপে’ পচছেন ইমরান খান! ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ দুই ছেলে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে সরব

বিকাশ ভবনের বাইরে লাঠিচার্জ ইস্যুতে ভুল স্বীকার কলকাতা পুলিশের

সব্য়সাচীর আচরণে দোষ দেখতে পেলেন না ফিরহাদও, শুভেন্দু বললেন, 'ওকে মমতা পাঠিয়েছে' !

DA দিতে হবে সরকারকে, আমার , আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করতে পারে না : সংগ্রামী যৌথ মঞ্চ
'মিনিমাম বল প্রয়োগ' লাঠিচার্জ প্রসঙ্গে বলছে পুলিশ | Teachers Protest
নাম সাদ্দাম হোসেন, চাকরি পাচ্ছেন না ইঞ্জিনিয়ার
Continues below advertisement

নয়াদিল্লি: কবি বলেছেন, নামে কী আসে যায়? দেখা যাচ্ছে, আসে যায় যথেষ্টই। অন্তত সাদ্দাম হোসেন তো এ কথা হাজারবার বলবেন। না এ সাদ্দাম সে সাদ্দাম নন, ইনি ঝাড়খণ্ডের বাসিন্দা।
শুধু নামের জন্য চাকরি পাচ্ছেন না তিনি। এক আধবার নয়, ৪০বারেরও বেশি প্রত্যাখ্যাত হয়েছেন।
সাদ্দাম ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। কিন্তু চাকরির হাজারো আবেদন করলেও বরফ গলেনি একবারও। প্রতিটি সংস্থার একটাই আপত্তি, তারা তাঁকে ভয় পাচ্ছেন। ইরাকের প্রাক্তন সর্বাধিনায়ক সাদ্দাম হোসেন সংবাদমাধ্যমে এত ধিক্কৃত হয়েছেন, যে শুধু সেই নাম থাকার সুবাদে নিরীহ এক যুবকও চাকরি পাচ্ছেন না।
বাবা নাম রেখেছিলেন ভালবেসে। কিন্তু সেই নামই অভিশাপ হয়ে দেখা দিয়েছে সাদ্দামের কাছে। নাম পাল্টে সাজিদ হতে আদালতে গিয়েছেন তিনি। কিন্তু আদালতের তো আঠেরো মাসে বছর।
অথচ বসে নেই চাকরির বাজার। হাতের থেকে একের পর এক সুযোগ ফসকে যাচ্ছে। বেচারা সাদ্দাম এখন করেন কী!
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে