প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, কর্ণাটকে গ্রেফতার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সহ ২
Web Desk, ABP Ananda | 03 May 2017 04:57 PM (IST)
বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট শেয়ার করার অপরাধে গ্রেফতার করা হল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন সহ দু জনকে। কর্ণাটক থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ওই গ্রুপের আরও এক সদস্যের খোঁজ করছে পুলিশ। বারাণসীর জেলাশাসকের নির্দেশে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে গুজব ছড়ানো এবং ভুল তথ্য পরিবেশনের অভিযোগ আনা হয়েছে। এরপরেই উত্তর কর্ণাটক জেলার মুরুদেশ্বর থানার পুলিশ গ্রুপ অ্যাডমিন কৃষ্ণ সান্না থাম্মা নায়েক এবং গণেশ নামে এক সদস্যকে গ্রেফতার করেছে। গণেশ জামিন পেলেও, কৃষ্ণকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত মাসে বারাণসীর জেলাশাসক যোগেশ্বর রাম মিশ্র এবং সিনিয়র পুলিশ সুপার নীতিন তিওয়ারি যৌথ নির্দেশে বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশের পর এই প্রথম তথ্য-প্রযুক্তি আইনে কাউকে গ্রেফতার করা হল। ভারতে ২০ কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপগুলির মাধ্যমে যাতে ভুয়ো খবর, ভুল ছবি এবং আপত্তিকর ভিডিও না ছড়িয়ে পড়ে, সেটা রোখার জন্যই যৌথ নির্দেশ জারি করেন বারাণসীর জেলাশাসক ও সিনিয়র পুলিশ সুপার।