নয়াদিল্লি: বহু প্রতিক্ষিত ভিডিও কলিং পরিষেবা চালু করেছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটস্যাপ। কিন্তু প্রাথমিকভাবে বিষয়টি খুব একটা সহজ নয়। বিভিন্ন রিপোর্ট অনুসারে, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা হোয়াটস্যাপের বিটা ভার্সনে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন। হোয়াটস্যাপ এখনও এই ভিডিও কলিং ফিচার নিয়ে বিজ্ঞাপণও শুরু করেনি। যদিও গ্রাহকরা তাঁদের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অ্যাপের নয়া বিটা ভার্সনে এই ভিডিও কলিং পরখ করার সুযোগ পাচ্ছেন বলে জানা গিয়েছে। গ্রাহকদের অ্যান্ড্রয়েডে হোয়াটস্যাপের নয়া বিটা ভার্সান থাকলে তাঁরা ডায়াল বাটনে চাপ দিলে ভয়েস কল ও ভিডিও কল অপশন দেখতে পাচ্ছেন। গুগল প্লে-তে হোয়াটস্যাপের একটি বিটা টেস্টিং প্রোগ্রাম রয়েছে। এই ফিচার পেতে গেলে গ্রাহকদের হোয়াটস্যাপের নতুন বিটা ভার্সনটি থাকতে হবে। ‘বিকাম অ্যা টেস্টার’ বাটনে ক্লিক করে গ্রাহকদের সাইন আপ করতে হবে। হোয়াটস্যাপের বিটা ভার্সনটি এপিকে-র মতো ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন গ্রাহকরা। কিন্তু ভার্সনটি অনন্ত ২,১৬.২১৬ হতে হবে। উল্লেখ্য, গত অক্টোবরে জানা গিয়েছিল যে, কিছু উইন্ডোজ অ্যাপে ভিডিও কলিং ফিচার দেখা গিয়েছে। এখন অ্যান্ড্রয়েড বিটা অ্যাপেও তা দেখা যাচ্ছে। এর থেকে স্পষ্ট হোয়াটস্যাপ খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও অ্যাপেলের আইওএস-এর ক্ষেত্রেও একটি স্থায়ী ভার্সন নিয়ে আসতে চলেছে। অন্য মেসেজিং অ্যাপগুলিতে ভিডিও কলিং পরিষেবা রয়েছে। তবে হোয়াটস্যাপে তা চালু হলে এর গুরুত্বই আলাদা হবে। কেননা, এর গ্রাহক সংখ্যা প্রচুর। কিন্তু এত সম্পদ ও প্রযুক্তিগত সুবিধা থাকলেও হোয়াটস্যাপে এই ফিচার কেন এত দেরীতে চালু হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহল বিস্ময় প্রকাশ করেছে।