নয়াদিল্লি: হোয়্যাটস অ্যাপে যুক্ত হল নয়া ফিচার। এবার থেকে ‘টেক্সট’-এর প্রত্যুত্তর দেওয়া বা কথার মাঝে উদ্ধৃতি ব্যবহার করার অপশন থাকবে এই ম্যাসেজিং অ্যাপটিতে। ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট-দুটোতেই কাজ করবে নয়া এই ফিচার।

জেনে নিন এর ব্যবহার। উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে প্রথমে মেসেজটি সিলেক্ট করতে হবে। তারপর সেটি বেশি সময় প্রেস করে রাখতে হবে। একটি ‘রিপ্লাই’, ‘ফরওয়ার্ড’ এবং ‘ডিলিট’ অপশন আসবে। এরপর ‘রিপ্লাই’ অপশনটি সিলেক্ট করে মেসেজ লিখতে হবে। তারপর ‘সেন্ড’ করে দিলেই বিপরীতে থাকা মানুষটি পেয়ে যাবেন প্রত্যুত্তর।

আপনার পাঠানো প্রত্যুত্তরের কথোপকথনের মধ্যে আসল বক্তব্যটি, যেটির প্রেক্ষিতে আপনার উত্তর, সেটিরও উল্লেখ থাকবে।

অবশ্য এখন শুধুমাত্র বেটা টেস্টারেই পাওয়া যাবে নয়া এই ফিচারের সুবিধা। শোনা যাচ্ছে, অ্যাপে ভিডিও কলিং চালু করার কথাও ভাবছে কর্তৃপক্ষ।