নিউইয়র্ক: ইন্সস্ট্যান্ট মেসেজিং অ্যাপে কি জুড়তে চলেছে নয়া ফিচার? এই ফিচারের মাধ্যমে কোনও গ্রাহক জেনে নিতে পারেন যে, তাঁর বন্ধুর লোকেশন। এই সুবিধা রিয়েল টাইম হতে পারে বলে জানা গিয়েছে। @WABetaInfo হোয়াটস্যাপ সম্পর্কে বিভিন্ন তথ্য পেশ করার জন্য পরিচিত। সেই @WABetaInfo-র ট্যুইটার অ্যাকাউন্ট অনুযায়ী, এই ফিচার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন 2.17.3.28 এবং iOS –এর 2.16.399 প্লাসে পাওয়া যাবে এবং তা ডিফল্ট-র মাধ্যমে নিষ্ক্রয়।
@WABetaInfo-র ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, লোকেশন সংক্রান্ত তথ্য ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট বা অনির্দিষ্ট সময়ের জন্য জানা যেতে পারে। এই ফিচার খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে চাইলে সেই সময় ওই বন্ধু কোথায় রয়েছে, তা জেনে নেওয়া যাবে। তাহলে বুঝতে পারা যাবে, সেই বন্ধুর আসতে কতক্ষণ সময় লাগবে।
জানা গেছে, ওই ফিচার ডিঅ্যাক্টিভেট করার সুবিধাও থাকছে। অর্থাত্ কেউ চাইলে, বন্ধুদের কাছে নিজের অবস্থান গোপন রাখতে পারবেন।
গত বছরের ডিসেম্বরে হোয়াটস্যাপ পাঠানো মেসেজ এডিট করার সুবিধা যুক্ত করেছিল। এই সুবিধা হোয়াটস্যাপের iOS 2.17.1.869 প্ল্যাটফর্মে রয়েছে।
पिछले साल दिसंबर में व्हाट्सएप ने भेजे गए मैसेज को एडिट करने की सुविधा जोड़ी थी. यह फीचर फिलहाल व्हाट्सएप के आईओएस 2.17.1.869 प्लेटफार्म पर उपलब्ध है.
এবার হোয়াটস্যাপে জানা যেতে পারে বন্ধুর লোকেশন
ABP Ananda, web desk
Updated at:
30 Jan 2017 09:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -