হোয়াটসঅ্যাপে মুছে ফেলা যাবে পাঠানো মেসেজ
Web Desk, ABP Ananda | 01 Feb 2017 12:48 PM (IST)
নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার থেকে পাঠিয়ে দেওয়া মেসেজ ফিরিয়ে নেওয়া বা বদল করার সুযোগ পাচ্ছেন। আইওএস প্ল্যাটফর্মে বিটা ভার্সনে আপাতত এই পরিষেবা পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ভার্সনে কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে, সেটা অবশ্য এখনও জানা যায়নি। অনেক সময়ই মেসেজ পাঠানো নিয়ে বিড়ম্বনায় পড়েন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। যার উদ্দেশে সেই মেসেজ লেখা, তার কাছে না গিয়ে অন্য কারও কাছে সেই মেসেজ চলে গেলে নানারকম সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই নতুন পরিষেবা দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। মেসেজ পাঠানোর পর গ্রহীতা সেটা না পড়া পর্যন্ত মুছে ফেলা বা সংশোধন করার সুযোগ থাকছে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধা হবে।