মাইসোর: প্রধানমন্ত্রী দেশের সেরা ভিভিআইপি, তিনি চাইলেই ইচ্ছেমত যে কোনও জায়গায় থাকতে পারেন। এমন ধারণা আমাদের সকলের। কিন্তু জানেন কি, মাইসোরের হোটেল ললিত মহল প্যালেস ফিরিয়ে দিয়েছে খোদ নরেন্দ্র মোদীকে। বাধ্য হয়ে অন্য হোটেলে ব্যবস্থা করতে হয়েছে তাঁকে।
হয়েছে কী, গতকাল আর আজকের জন্য মাইসোরের এই ললিত মহল প্যালেসে প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের জন্য ঘর বুক করার চেষ্টা হয়। কিন্তু তারা জানায়, সম্ভব নয়, সব ঘর আগে থেকেই বুকড। হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান আছে, তাই কোনও ঘরই প্রায় খালি নেই।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেপুটি কমিশনারের অফিস থেকে এক আধিকারিক এসেছিলেন প্রধানমন্ত্রী ও তাঁর সহকারী, নিরাপত্তা রক্ষীদের জন্য ঘর বুক করতে। কিন্তু রবিবার সন্ধেতেই ওই বিয়ের অনুষ্ঠান থাকায় উপায়ান্তর না দেখে ফিরিয়ে দিতে বাধ্য হয় তারা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে ঘর ছিল মাত্র তিনটি। কিন্তু প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের পক্ষে তা যথেষ্ট ছিল না। তাই তাঁর নিরাপত্তার কথা ভেবে তারা বুকিং নিতে পারেনি।
স্থানীয় জেলা প্রশাসন এরপর প্রধানমন্ত্রী ও তাঁর সহযোগীদের হোটেল র্যাডিসন ব্লু-তে থাকার ব্যবস্থা করে দেয়। সেই হোটেলেও ছিল বিয়ের অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার খাতিরে বাধ্য হয়ে অনুষ্ঠানের সময় পরিবর্তন করতে বলে হোটেল কর্তৃপক্ষ, যাতে প্রধানমন্ত্রী আসার আগেই তা শেষ হয়ে যায়।
হাসান জেলার শ্রবণবেলগোলায় জৈন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে যোগ দিতে মাইসোরে আসেন প্রধানমন্ত্রী। পরে রেলের অনুষ্ঠান ও বিজেপির নির্বাচনী সভাতেও তিনি যোগ দেন।
'দুঃখিত স্যার, ঘর নেই', মাইসোরের এই হোটেল ফিরিয়ে দিল খোদ প্রধানমন্ত্রীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 11:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -