লখনউ: বিদেশ সফর নিয়ে নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে খোঁচা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাঁর মতে, প্রাক্তন প্রধানমন্ত্রী মোদীর তুলনায় বেশিবার বিদেশে যেতেন। কিন্তু, কেউ জানতেন না কখন যেতেন আর কখন ফিরতেন।
বিজেপির কর্মসমিতির সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘মৌনী বাবা’ বলে কটাক্ষ করে অমিতের খোঁচা, এমনটা বলা হয়ে থাক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামেশাই বিদেশ সফর করে থাকেন। অথচ, এর আগে যখন শ্রীমান মৌনী বাবা যখন বিদেশ সফরে যেতেন, তখন সেই খবর কেউ জানতেই পারতেন না।
অমিত যোগ করেন, পূর্বসূরীদের তুলনায় মোদী কম বিদেশ সফর করেছেন। কিন্তু, মানুষ এখন জানতে পারছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, মোদীর প্রত্যেকটা সফরে প্রতিক্রিয়া পাওয়া যায়, যা আগে পাওয়া যেত না। তাঁর দাবি, মোদী প্রতি জায়গায় সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাত করেন। যা তাঁর পূর্বসূরীরা ভাবেননি।
সম্প্রতি, বিভিন্ন প্রধানমন্ত্রীদের বিদেশ সফর সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র। সেই অনুযায়ী, ২০১৪ সালের মে মাসে দায়িত্বগ্রহণের পর থেকে ৫৬ দেশে গিয়েছেন। এর মধ্যে চারবার মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছেন। এছাড়া, নেপাল, জাপান, রাশিয়া. আফগানিস্তান ও চিনে দুবার করে গিয়েছেন।
অন্যদিকে, প্রথম ইউপিএ সরকারের আমলে ১৪৪ দিন বিদেশে কাটিয়েছেন তৎকালীন প্রধামনন্ত্রী মনমোহন সিংহ। এই সময় তিনি ৩৫টি দেশে যান। আবার ইউপিএ-২ আমলে তিনি ১৬১ দিন বিদেশে ছিলেন। গিয়েছিলেন ৩৮টি দেশে। তার আগে, প্রথম এনডিএ জমানার প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ১৯৯৯-২০০৪ সালে ১৯ বার বিদেশ সফর করেন। যান ২৬টি দেশে।