ভাইপোর বিয়ের অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে যোগ দিতে পারে দাউদ! নজরদারি পুলিশের
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 06:57 AM (IST)
মুম্বই: ফের মুম্বই পুলিশের নজর ডাউদ ইব্রাহিম। বুধবার মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে দাউদের ভাইপোর বিয়ের অনুষ্ঠান হবে বলে খবর। স্কাইপের মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারে দাউদ। এমনই খবর মুম্বই পুলিশ কর্তাদের কাছে। শুরু হয়েছে নজরদারি। পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে গোয়েন্দাসংস্থাগুলিরও। সূত্রের খবর যে হোটেলে বিয়ের অনুষ্ঠান হবে তার আশপাশে পুলিশি নজরজারি বেড়েছে।