যখন ‘পদত্যাগ’ করতে বলা হল নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2017 05:55 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা- দুজনেই তখন খুব ব্যস্ত। খুলনা-ঢাকা ট্রেন পরিষেবা চালু হচ্ছে, স্বাক্ষরিত হচ্ছে একের পর এক চুক্তি। তখনই এমন মজার ব্যাপার ঘটে গেল, যে হেসে ফেললেন দুই প্রধানমন্ত্রীই। মঞ্চ থেকে ভারতীয় উপস্থাপক বললেন, মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টার্স টু স্টেপ ডাউন? তাতে একজন বিস্মিতভাবে রীতিমত জোরে প্রশ্ন করেন, স্টেপ ডাউন? এখন স্টেপ ডাউন মানে নেমে দাঁড়ানোও হয় আবার পদত্যাগ করাও হয়। ফলে উপস্থিত সকলে হেসে ওঠেন। মোদী-হাসিনা মঞ্চ থেকে নেমে আসেন ঠিকই কিন্তু হেসে ফেলেন তাঁরাও। দেখুন সেই ভিডিও