নয়াদিল্লি: মাঠে ব্যাটের দাপট তো আছেই। সোশ্যাল মিডিয়াতেও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি কারুর চেয়ে পিছিয়ে নেই। বরং এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও টপকে গিয়েছেন তিনি। ট্যুইটার ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে এই তথ্য জানা গেছে। রিপোর্টে এ বছরের সবচেয়ে সাড়া ফেলা ট্যুইটের যে তালিকা প্রকাশ করেছে ট্যুইটার ইন্ডিয়া তাতে প্রথম স্থানে অনুষ্কার পাশে দাঁড়িয়ে করা কোহলির ট্যুইট। টি-২০-তে কোহলির পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এভাবে অনুষ্কাকে ট্রোল করার জন্য ক্ষুব্ধ কোহলি ওই ট্যুইট করেন। তিনি বলেন, ‘এভাবে অনুষ্কাকে অবিরাম ট্রোল করার জন্য লজ্জিত হওয়া উচিত। কিছুটা তো সহানুভূতি থাকুক। ও আমার মধ্যে সবসময়ই ইতিবাচক মানসিকতার সঞ্চার ঘটিয়েছে’।
কোহলির এই ট্যুইটটি এ বছরের ‘গোল্ডেন ট্যুইট’ হিসেবে চিহ্নিত হয়েছে। তা ৩৯ হাজার রিট্যুইট হয়েছে এবং ট্যুইটার ব্যবহারকারীরা বলিউড অভিনেত্রীর পাশে এভাবে দাঁড়ানোয় কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কোহলির ওই ট্যুইট শুধু ট্যুইটারেই নয়, ফেসবুকেও ভাইরাল হয়ে যায়। কোহলির ট্যুইটের স্ক্রিনশট ফেসবুকেও পোস্ট করা হয়। ট্যুইটারেই ১০৭,০০০-এরও বেশি লাইক পড়েছে। সেরা ট্যুইটের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নোট বাতিলের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট। ইডেন গার্ডেনে টি-২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের সবচেয়ে আলোচিত খেলোয়াড় ছিলেন কোহলি। ওই ম্যাচটি এ বছরের সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ মুহূর্তের তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। এক্ষেত্রে প্রথম প্রধানমন্ত্রীর নোট বাতিল প্রকল্প এবং রিও দ্বিতীয় অলিম্পিকে ভারতের মহিলা অ্যাথলিট দীপা কর্মকার, সাক্ষী মালিক ও পিভি সিন্ধুদের সাফল্য। রিপোর্ট অনুসারে, এই তালিকায় ষষ্ঠ ঘটনাতেও রয়েছেন কোহলি। আইসিসি টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বেশি ট্যুইট করা মুহূর্তটি হল অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের শেষ চারে পৌঁছনো। কোহলির ব্যাটে ভর করেই ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।