বিরাটরা কবে রাম রহিমের সঙ্গে দেখা করেছিলেন, সেটা জানা যায়নি। তবে এই ভিডিও নিশ্চিতভাবেই কয়েক বছর আগে তোলা। কারণ, ছবিতে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিরাটের বয়স তখন কম ছিল। মনে হচ্ছে, দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়েই রাম রহিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরাটরা।
কিছুদিন আগে রাম রহিম দাবি করেছিলেন, তিনি বিরাটকে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হওয়ার বিষয়ে সাহায্য করেছেন। বিরাট আগে ভাল শুরু করেও বড় রান করতে পারতেন না। কিন্তু ডেরা সচ্চা সৌদা প্রধান নাকি তাঁকে কঠোর অনুশীলন করার পরামর্শ দেন। এরই ফল পান বিরাট। তিনি নাকি এরপর রাম রহিমকে ধন্যবাদও জানান। বিরাট ছাড়াও বক্সার বিজেন্দর সিংহকেও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে দাবি করেছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান।