নয়াদিল্লি:  ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে ১৫ লক্ষ টাকা? প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র কাছে এই প্রশ্নের জবাব চাওয়া হল তথ্যের অধিকার আইনে । রাজস্থানের ঝালাওয়াড় জেলার এক বাসিন্দা কানহাইয়া লাল তথ্যের অধিকার (আরটিআই) আইনে আবেদন করেন। তাঁর আবেদনের ভিত্তিতেই পিএমও-র কাছে ওই প্রশ্ন করে কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রচারে কালো টাকা দেশে ফেরত এনে দরিদ্র লোকেদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করা হবে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কী হল, তা জানতে চেয়েছেন কানহাইয়ায় লাল। মুখ্য তথ্য কমিশনার কৃষ্ণ মাথুর এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তথ্যের অধিকার আইনে আবেদনে কানহাইয়া কুমার প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে, দেশকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা নির্বাচনের সময় করা হয়েছিল। কিন্তু তা তো এখন ৯০ শতাংশ বেড়ে গিয়েছে। দেশকে দুর্নীতি-মুক্ত করার জন্য নতুন আইন কবে তৈরি হবে।
আবেদনে কানহাইয়া লাল আরও বলেছেন, সরকার যে প্রকল্পগুলি ঘোষণা করে তার সুফল ভোগ করে শুধুমাত্র  ধনী ও পুঁজিপতিরা। তিনি আরও জানতে চেয়েছেন, কংগ্রেস সরকারের আমলে সিনিয়র সিটিজেনদের জন্য রেল ভাড়ায় ৪০ শতাংশ ছাড় কি বর্তমান সরকার প্রত্যাহার করে নেবে?
মাথুর জানিয়েছেন, এ ব্যাপারে পিএমও-র সিপিআইও-র জবাব রেকর্ডে নেই।
শুনানির সময় উপস্থিত পিএমও-র আধিকারিক জানিয়েছেন, তাঁরা লালের আবেদনপত্র পাননি। তাই তাঁরা এ ব্যাপারে কোনও জবাব দিতে পারবেন না।