বিজনৌর: এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছেন তিনি। সকলে মেনে চলছে প্রটোকল। গুরুগম্ভীর পরিবেশ। তখনই যোগী আদিত্যনাথ দীর্ঘদিন পর তাঁর বাবার দেখা পেলেন।


বিজনৌরে একটি চিনা কারখানার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আয়োজকরা আমন্ত্রণ করেছিলেন তাঁর বাবা আনন্দ সিংহ বিস্তকেও। এক নাতি ও এক সহযোগীকে নিয়ে অনুষ্ঠানে আসেন ৮০ বছরের বৃদ্ধ। সেখানেই বাবা-ছেলের দেখা হয়ে যায়।

দেখার পর দুজনেরই চোখে জল এসে যায়। বাবার গায়ে শাল জড়িয়ে দেন আদিত্যনাথ। তাঁর শরীরের কথা জানতে চান, জানতে চান বাড়ির লোকদের কথা।

আদিত্যনাথের পরিবার এখনকার উত্তরাখণ্ডের পৌড়ি জেলার যমকেশ্বর ব্লকের বিথয়ানি গ্রামের বাসিন্দা। এখান থেকেই সন্ন্যাসী হয়ে ঘর ছাড়েন যোগী আদিত্যনাথ।