নয়াদিল্লি:  দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের ধর্ণাকে  সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের চার মুখ্যমন্ত্রী।  গতকাল কেজরীবালের বাড়িতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে চার মুখ্যমন্ত্রীর কেজরীবালকে সমর্থনের সিদ্ধান্তের সমালোচনা করল বিজেপি।  তাদের প্রশ্ন, যখন দিল্লির মুখ্য সচিব অংশু প্রকাশকে নিগ্রহ করা হয়, তখন তাঁরা এর প্রতিবাদ করেননি কেন।


বিজেপির প্রবীণ নেতা বিজয় গোয়েল বলেছেন,  ‘রাজনীতি করতে নয়, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছেন চার মুখ্যমন্ত্রী। এটা তাঁদের পক্ষে শোভা পায় না’।

গোয়েল  বলেছেন, ‘কেজরীবালের বাসভবনে যখন অংশু প্রকাশকে নিগ্রহ করা হয়, তখন কোথায় ছিলেন তাঁরা?  এবার তাঁদের রাজ্যের মুখ্য সচিবরাও যদি অংশু প্রকাশের পাশে দাঁড়ান তখন কী হবে?’

উল্লেখ্য, দিল্লির পদস্থ আমলাদের ধর্মঘট তুলে নেওযার দাবিতে উপরাজ্যপাল অনিল বৈজলের বাসভবনে ধর্ণায় বসেছেন কেজরীবাল। গত ফেব্রুয়ারিতে অংশ প্রকাশের নিগ্রহের অভিযোগের প্রতিবাদে আমলারা মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন না। ওই নিগ্রহের ঘটনায় তাঁর কেজরীবালের ক্ষমা চাওয়ার দাবি করেছেন।