বিজেপির প্রবীণ নেতা বিজয় গোয়েল বলেছেন, ‘রাজনীতি করতে নয়, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছেন চার মুখ্যমন্ত্রী। এটা তাঁদের পক্ষে শোভা পায় না’।
গোয়েল বলেছেন, ‘কেজরীবালের বাসভবনে যখন অংশু প্রকাশকে নিগ্রহ করা হয়, তখন কোথায় ছিলেন তাঁরা? এবার তাঁদের রাজ্যের মুখ্য সচিবরাও যদি অংশু প্রকাশের পাশে দাঁড়ান তখন কী হবে?’
উল্লেখ্য, দিল্লির পদস্থ আমলাদের ধর্মঘট তুলে নেওযার দাবিতে উপরাজ্যপাল অনিল বৈজলের বাসভবনে ধর্ণায় বসেছেন কেজরীবাল। গত ফেব্রুয়ারিতে অংশ প্রকাশের নিগ্রহের অভিযোগের প্রতিবাদে আমলারা মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন না। ওই নিগ্রহের ঘটনায় তাঁর কেজরীবালের ক্ষমা চাওয়ার দাবি করেছেন।