ভলসাদ (গুজরাত): গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গাঁধীর তীব্র সমালোচনা করলেন যোগী আদিত্যনাথ।


শুক্রবার, ভলসাদে বিজেপির ‘গৌরব যাত্রা’-য় অংশ নিতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করেন তিনি। বলেন, বুঝুন, যেখানেই প্রচারে গিয়েছেন রাহুল গাঁধী, সেখানেই কংগ্রেসের হার নিশ্চিত।

এখানেই থেমে থাকেননি আদিত্যনাথ। বলেন, কংগ্রেসের ওপর আস্থা রাখা যায় না। তাঁর প্রশ্ন, অমেঠিতে তিন প্রজন্ম শাসন করেও এখনও পর্যন্ত একটা কালেক্টরেট তৈরি করতে পারেনি কংগ্রেস, সেখানে গুজরাতে কী উন্নয়ন করবে?

আদিত্যনাথের অভিযোগ, ৪১ বছর ধরে সর্দার বল্লবভাই পটেলকে ভারত রত্ন দেওয়ার কথা ভাবেনি কংগ্রেস। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বিষয়টি উত্থাপন করেন।

রাহুল ও বিজেপি সভাপতি অমিত শাহের মধ্যে পার্থক্য কী, এদিন তা তুলে ধরেন আদিত্যনাথ। বলেন, আমিত ভাই এখানে আসেন। অন্যদিকে, রাহুল গাঁধী পালিয়ে যান ইতালিতে। তখন তাঁর গুজরাতের কথা মনে পড়ে না।

শুধু রাহুল গাঁধী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও আক্রমণ করেন আদিত্যনাথ। বলেন, তাঁর সম্পর্কে একটা কথা ভীষণই জনপ্রিয় ছিল। তা হল, যে কোনও অনুমোদনের জন্য গাঁধী-নেহরু পরিবারের দিকে তাকিয়ে থাকতেন, আর তারা নাকচ করলে, চুপ থাকতন।