নয়াদিল্লি: ভারতে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ। দেশে মোট আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে আগেই। করোনা সংক্রমণ-মুক্ত হাজারেরও বেশি মানুষ। বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। কিন্তু জানেন কি, দেশে এখনও এমন জায়গা আছে, যেখানে একজনেরও করোনা সংক্রমণ হয়নি?
এখনও পর্যন্ত করোনা মুক্ত, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। এইসব জায়গায় এখনও পর্যন্ত থাবা বসায়নি কোভিড-১৯।
এছাড়া একমাত্র রাজ্য সিকিমে এখনও কারও করোনা হয়নি।
উত্তরপূর্বের রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত ১ জন করে আক্রান্ত হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জানেন কি, দেশের কোথায় কোথায় কোনও করোনা-আক্রান্ত নেই?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2020 04:52 PM (IST)
বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। কিন্তু জানেন কি, দেশে এখনও এমন জায়গা আছে, যেখানে একজনেরও করোনা সংক্রমণ হয়নি?
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -