মুম্বই: প্রিয়ঙ্কা গাঁধীর সক্রিয় রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানাল শিবসেনা। বিজেপি জোটের শরিক দলটি প্রশংসা করেছে সনিয়া কন্যার। বিজেপি প্রিয়ঙ্কার উত্থানে পরিবারতন্ত্রের ছায়া দেখলেও উদ্ধব ঠাকরের দলের মুখপাত্র মণীষা কায়ান্দে বলেছেন, কংগ্রেসের উচ্ছ্বসিত, খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। এতদিন যে প্রিয়ঙ্কা দূরে ছিলেন, এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে এলেন। ওঁর সুন্দর ব্যক্তিত্ব, নিজেকে জনসমক্ষে তুলে ধরার ভঙ্গিমা, ভোটারদের মন ছুঁয়ে যাওয়ার ক্ষমতায় কংগ্রেস উপকৃত হবে। মানুষ ভোট দেওয়ার সময় প্রিয়ঙ্কার মধ্যে ইন্দিরা গাঁধীকে দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
মহারাষ্ট্রের আরেক দল এনসিপি বলেছে, প্রিয়ঙ্কার দলে আনুষ্ঠানিক যোগদানে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবেন, উত্তরপ্রদেশে বিশেষ ফায়দা হবে কংগ্রেসের। এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেন, সপা-বসপা জোটের ওপর এর তেমন প্রভাব পড়বে না কেননা ওদের যাদব, দলিত, মুসলিমদের একটা বাঁধা ভোটব্যাঙ্ক আছে। তবে প্রিয়ঙ্কার প্রভাব দলীয় কর্মীদের চাঙ্গা করে দেবে। কংগ্রেস প্রিয়ঙ্কার আকর্ষণীয় ব্যক্তিত্বকে ঠিকঠাক কাজে লাগাতে পারলে উত্তরপ্রদেশে ২০-২১ টি আসন সহজে জিতবে, ২০০৯ এর সাধারণ নির্বাচনের ফলের পুনরাবৃত্তি করে দেখাবে।