নতুন নোট হাতে পাননি অনেকেই, এরইমধ্যে বাজারে বিকোচ্ছে ৫০০, ২০০০-এর আদলে চিনা ব্যাগ
Web Desk, ABP Ananda | 20 Nov 2016 05:42 PM (IST)
নয়াদিল্লি: দেশের অনেকে এখনও চোখেই দেখেননি ৫০০, ২০০০-এর নোট, অথচ এরইমধ্যে নতুন নোটের ব্যাগ বানিয়ে ফেলল চিন! শিল্পপতি হর্ষ গোয়েনঙ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই খবর। সঙ্গে ছবিও দিয়েছেন চিনে প্রস্তুত ব্যাগগুলির। প্রসঙ্গত, দেশের এখনও বহু মানুষের হাতেই আসেনি ৫০০, ২০০০-এর নোট। সমস্ত রাজ্যে পৌঁছয়নি নতুন চেহারার ৫০০ টাকা। কেমন দেখতে নতুন নোট, তা চাক্ষুস দেখার সুযোগ হয়নি অনেকেরই। এরইমধ্যে অবিকল নতুন নোটের মতো দেখতে ব্যাগ তৈরি করে ফেলেছে চিন। তবে নতুন নোটের আদলে তৈরি ব্যাগ সত্যিই চিনে তৈরি কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন।