ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নিজে মুখ খুললেন না। তবে বার্তা দিলেন তাঁর সংবাদমাধ্যম সচিবকে দিয়ে। কানসাস সিটিতে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার হেট ক্রাইমের শিকার হওয়ার ঘটনা অস্বস্তিকর বা ডিস্টার্বিং। এক বিবৃতিতে এ কথা জানাল হোয়াইট হাউস।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে, ঘৃণাপ্রসূত অপরাধ বা হেট ক্রাইমের এই ঘটনার প্রাথমিক রিপোর্ট অস্বস্তিকর। আমেরিকায় ধর্ম ও জাতিসত্ত্বার ভিত্তিতে হিংসার কোনও স্থান নেই। স্থানীয় ইহুদিদের ওপর হেট ক্রাইমের ঘটনা সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে মার্কিন সংবাদমাধ্যম সচিব কানসাসের ঘটনার উল্লেখ করেন।
বিদেশ সচিব এস জয়শঙ্কর চারদিনের সফরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে। এইচ ওয়ান বি ভিসা ও ভারতীয়দের ওপর বাড়তে থাকা হামলার ঘটনা নিয়ে তাঁর আলোচনায় বসার কথা মার্কিন প্রশাসনের সঙ্গে।
সংবাদমাধ্যম সচিব জানিয়েছেন, আমেরিকা প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে তাঁরা দেশের নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় নিবেদিত। যে কেউ এ দেশে নির্ভয়ে নিজের ধর্মীয় অধিকার পালন করতে পারেন। দেশের প্রতিষ্ঠার সময়ের এই নীতি সংরক্ষণ করতে মার্কিন প্রেসিডেন্ট দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, আগের দিন কানসাস গুলিচালনা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। আইনরক্ষকদের কাজে হস্তক্ষেপ না করেও বলা যায়, কানসাসের ঘটনা একইরকম অস্বস্তিকর।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে সরাসরি মুখ না খোলায় বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়েছেন।





স্থানীয় পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এফবিআই-ও কুচিভোটলার খুনের তদন্তে নেমেছে।