ব্যঙ্গর পাল্টা, সহারা মোদীকে দশটি প্যাকেটে কী দিয়েছিল? উত্তরপ্রদেশের সভা থেকে প্রশ্ন রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2016 04:53 PM (IST)
লখনউ: কংগ্রেস সহ সভাপতিকে বারাণসীর সভা থেকে ব্যঙ্গ করার কিছুক্ষণের মধ্যেই পাল্টা জবাব দিলেন রাহুল গাঁধী। গতকাল মোদীর বিরুদ্ধে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন রাহুল। আজ সেই অভিযোগ উড়িয়ে দিয়ে, তাঁকে ব্যঙ্গ করেন প্রধানমন্ত্রী। অভিযোগ ভিত্তিহীন বলে রাজ্য বিজেপি। এরপরই, আজ উত্তরপ্রদেশের সভা থেকে মোদীকে আরও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল। রাহুল একটি আয়কর দফতরের নথি তাঁর টুইটার পেজে আপলোড করে জানতে চান, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সহারা গোষ্ঠী। সহারার যা নথি পাওয়া গিয়েছে, তাতে আয়কর দফতরের সই আছে। ৬ মাসে ৯ বার মোদীকে ৪০ কোটি টাকা দিয়েছে সহারা, ওই নথির ভিত্তিতে দাবি রাহুলের। এদিকে, ১৬ নভেম্বর, ২০১২ সালে বিড়লার দফতরে আয়কর হানা দেয়। মোদীকে ১২ কোটি টাকা দিয়েছিল বিড়লা গোষ্ঠী। এই তথ্যের সত্যতা আছে কিনা, তার জবাব চেয়েছেন রাহুল। এছাড়া রাহুল আরও জানতে চান, টিভিতে মোদীর বিভিন্ন বিজ্ঞাপনের খরচ কে দেন? এরপরই রাহুল বলেন, ‘আমাকে যত ইচ্ছে ব্যঙ্গ করুন, কিন্তু জবাব দিন’, ‘আমার নয়, মোদীজি এই প্রশ্নগুলি দেশের গরিব মানুষের’। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিলে মানুষ সমর্থন করবে, কিন্তু মোদিজীকে রাহুলের প্রশ্ন, দুর্নীতি করেছেন, না করেননি? কালো নোটে সার্জিক্যাল স্ট্রাইক নয়, আসলে দেশের সাধারণ মানুষের উপর বোমাবাজি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে নয়, নোট বাতিলের সিদ্ধান্ত গরিব বিরোধী, সভায় মন্তব্য রাহুলের। ৬০ বছরে এখন দেশে সবচেয়ে বেশি দারিদ্র। ৯৪% কালো টাকায় জমি, সোনা কেনা হয়েছে। ঋণ শোধ না করলে কৃষককে হেনস্থা করা হচ্ছে। এদিকে শোধ না করলেও ধনীদের লক্ষ, কোটি টাকা ঋণ মকুব করা হচ্ছে, কেননা, এরাই তো নরেন্দ্র মোদীকে তৈরি করেছেন, কটাক্ষ রাহুলের। রাহুল তাঁর বক্তৃতায় বলেন, ৫০ জন ধনী পরিবারের কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না, তাঁরা ৮ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বসে আছেন। এদিকে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে, আর ধনীদের তোষণ চলছে। আজকেই মোদী তাঁর বারাণসীর সভা থেকে রাহুলের ‘ভূমিকম্প’ মন্তব্য নিয়ে তাঁকে কটাক্ষ করেন। এপ্রসঙ্গে রাহুলের বক্তব্য সংসদে বলতে দেওয়া হয়নি, সুযোগ পেলেই সরব হবেন।