বেঙ্গালুরু: কর্নাটকে থাকতে হলে শিখতে হবে কন্নড় ভাষা। এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
বুধবার, বেঙ্গালুরুতে ৬২তম কর্নাটক রাজ্যোৎসবে সিদ্দারামাইয়া বলেন, এখানে বসবাসকারী সকলেই সকলেই কন্নড়দিগ। ফলে, যাঁকা থাকেন, তাঁদের কন্নড় ভাষা শিখতে হবে। একইসঙ্গে, সন্তানদেরও শেখাতে হবে।
কোনও ভাষাকে তিনি অসম্মান করছেন না জানিয়ে সিদ্দারামাইয়া যোগ করেন, কেউ (কর্নাটকে থেকেও) কন্নড় ভাষা শিখছেন না। এর অর্থ, তিনি এই ভাষাকে অসম্মান করছেন। তাঁর মতে, রাজ্যের সব স্কুলে কন্নড় ভাষা শেখানো উচিত।
প্রসঙ্গত, কন্নড় ভাষা নিয়ে বিবাদ বেশ কয়েকমাস ধরেই চলছে। গত জুলাই মাসে বেঙ্গালুরু মেট্রোতে হিন্দিভাষায় লেখা সাইনবোর্ড ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক। কিছু কন্নড়পন্থী সংগঠন এর বিরুদ্ধে সোচ্চার হয়। বাধ্য হয়ে, সিদ্দারামাইয়া কেন্দ্রকে চিঠি লিখে সাইবোর্ডের ভাষা পরিবর্তন করার আবেদন জানান।
এরপর অগাস্ট মাসে রাজ্যের সকল রাষ্ট্রায়ত্ত, তফশিলি ও গ্রামীণ ব্যাঙ্কগুলিকে সেখানে কর্মরত কন্নড় ভাষা না জানা কর্মীদের ৬ মাসের মধ্যে ভাষা শেখা নিশ্চিত করার নির্দেশ দেয় কন্নড় উন্নয়ন পর্ষদ। এর জন্য প্রতি ব্রাঞ্চে কন্নড় ইউনিট গঠন করারও নির্দেশ দেওয়া হয়।