লখনউ: কেন্দ্রের গবাদি পশু বিধির বিরুদ্ধে কেরলে তীব্র প্রতিবাদ চলছে। পথে নেমেছে শাসক ও প্রধান বিরোধী-উভয় দলই। আয়োজন করা হয়েছে গোমাংস উত্সবের। এরইমধ্যে যুব কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় সংগঠেনর এক কর্মী ও তাঁর সঙ্গীদের প্রকাশ্যে ষাঁড় হত্যার ঘটনা ঘিরে শোরগোল পড়েছে। কেরলের এই ঘটনা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোমাংস উত্সব সম্পর্কে নীরবতার জন্য ধর্মনিরপেক্ষদের খোঁচা দিলেন তিনি। কেরলের ঘটনা নিয়ে ধর্মনিরপেক্ষদের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আদিত্যনাথ। সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আদিত্যনাথ বলেছেন, ‘একে অপরের অনুভূতি-ভাবাবেগের প্রতি শ্রদ্ধা নিয়ে অনেক কথা বলা হয়েছিল এবং ধর্মনিরপেক্ষতার নামে বহু সংগঠন এই দাবি করেছিল। তাহলে তারা কেরলের ঘটনা সম্পর্কে নীরব রয়েছে কেন?’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘জেএনইউ ও ডিইউ-র ঘটনা নিয়ে অনেকেই তো গলা ফাটিয়েছিলেন। এখন তাঁদের মুখে টুঁ শব্দটিও নেই কেন?’
উল্লেখ্য, ক্ষমতায় এসেই আদিত্যনাথ গোহত্যা সংক্রান্ত নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। সেইসঙ্গে বেআইনি কসাইখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
সম্প্রতি কেন্দ্র হত্যার জন্য পশুবাজার থেকে গবাদি পশুর কেনাবেচা নিষিদ্ধ করেছে। এছাড়াও শিংয়ে রঙ ও গয়না পরানোর মতো প্রাণীদের পক্ষে কষ্ঠদায়ক প্রথাও নিষিদ্ধ ঘোষণা করেছে।
কেরলের ঘটনা নিয়ে চুপ কেন ধর্মনিরপেক্ষরা, প্রশ্ন আদিত্যনাথের
ABP Ananda, web desk
Updated at:
29 May 2017 06:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -