নয়াদিল্লি: ধর্ষণের অপরাধে সাজা হয়েছে গুরমীত রাম রহিমের। খুনের মতো গুরুতর আরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু এরপরও ভক্তদের কাছে লাভ চার্জার বাবার মহিমা এতটুকু কমেনি! ভক্তদের কাছে ডেরা সাচা সৌদার প্রতি এই অমোঘ আকর্ষণ দিল্লি ল্যুটিয়েন্সের কাছে বিস্ময়ের কারণ। দিল্লির ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করছে এই প্রশ্ন, এত অন্ধ ভক্তির কারণ কী?

কোনও কোনও মহলের ব্যাখ্যা, পঞ্জাব ও হরিয়ানায় সমাজে রয়েছে তীব্র জাতপাতের ভেদাভেদ। ডেরা সাচ্চা সৌদার জাতপাতহীন সমাজের প্রতিশ্রুতি অগনিত মানুষকে আলোড়িত করেছে। ডেরা প্রধান ‘সমতা ও নম্রতা’’র ওপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে জাতপাতের বেড়াজাল এড়িয়ে সুস্থ জীবনের হাতছানি দেখেছেন বিশেষ করে সমাজের নীচুতলার মানুষরা।

অবহেলিত ও বঞ্চিত ভক্তদের ভর্তুকিতে খাদ্য ও ওষুধ দেয় ডেরা।

ডেরা প্রধান হিসেবে রাম রহিম বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন রাম রহিম। যেগুলির মধ্যে এখনও ১০৪ টি চলছে। নেশামুক্তি, ডায়েবেটিস, চক্ষুরোগের চিকিত্সা, হৃদরোগের চিকিত্সার জন্য ক্লিনিক, বৃক্ষরোপণ ও স্বচ্ছতার মতো অভিযানের জন্য ডেরা ১৩টি  গিনেস পুরস্কারও পেয়েছে।

দেশজুড়ে উদ্ধার ও ত্রাণের কাজ চালানোর জন্য ডেরার রয়েছে ৭০ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।